এসএসসি রেজাল্ট 2021। কবে দিবে এসএসসির রেজাল্ট। চলতি মাসের এসএসসির রেজাল্ট কবে প্রকাশ হবে।

ACP NEWS
1

 

এসএসসি রেজাল্ট 2021---আজকে আমরা এসএসসির পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ন পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন। আশাকরি সম্পন্ন পোস্টে জানতে পারবেন কবে দিবে এসএসসি রেজাল্ট।


14 ই নভেম্বর থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়।। ইতিমধ্যে সকল প্রকার বোর্ড পরীক্ষাগুলো শেষ করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাগুলো নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের শুধু তিনটি বিষয়ের উপর রেজাল্ট হবে। পরীক্ষা শেষ হবার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন কবে দিবে এসএসসির ফলাফল। কবে প্রকাশ হবে এসএসসির ফলাফল??


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হবে.।বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী 26 27 ও 28 ডিসেম্বরের যেকোনো একদিন পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।


আগামী 27 ডিসেম্বর সকাল দশটায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ফলাফল প্রকাশ করবেন।। এরপর মোবাইল মেসেজ ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি এক্সাম এর ফলাফল তুলে ধরা হবে।


এবছর পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষাকেন্দ্রে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাবে না।

কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার ফল দেখবেন??

SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা নিবন্ধন  করতে পারবে ।।



উল্লেখ, এবার এসএসসি সমমান পরীক্ষায় 1 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে পরীক্ষা হয় নভেম্বরের 14 তারিখ থেকে।।


👉 ফ্রি ফায়ার খেলার জন্য সব থেকে ভালো ভিপিএন কোনটি??



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
  1. All the games you can play on the Sega Genesis - AprCasino
    The best part is, of course, the game, herzamanindir.com/ is that gri-go.com there are very few people who do casinosites.one a lot of the apr casino hard work. The best part is, if the

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top